Monday , 18 February 2019

ফেইসবুক বাগে অনাকাঙ্খিত ব্যক্তিরা আনব্লকড

ফেইসবুকের ত্রুটির কারণে ব্লক করা ব্যক্তিদের আইডি কিছু সময়ের জন্য আনব্লকড হয়েছিলো বলে জানিয়েছে ফেইসবুক।

এই বাগের খপ্পরে পড়েছিলেন আট লাখ ফেইসবুক ব্যবহারকারী। বাগের ফলে ব্লক করা ব্যক্তিদের কাছ থেকে অনেকেই বিব্রতকর ম্যাসেজ পেয়েছেন।

ফেইসবুক জানিয়েছে , যারা এই বাগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পপ আপ ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে তারা ব্লক লিস্ট পরীক্ষা করে জানতে পারবেন কোন ব্যক্তির অ্যাকাউন্ট আনব্লক হয়েছিলো।

বাগটি সর্বপ্রথম দেখা দেয় ২৯ মে। গত ৫ জুন পর্যন্ত বাগটি সক্রিয় ছিলো।

ফেইসবুকের চিফ প্রাইভেসি অফিসার এরিন ইগান এক ব্লগ পোস্টে জানিয়েছেন, আনব্লক হওয়া ব্যক্তিরা কিছু সময়ের জন্য ‘ফেন্ডস অব ফ্রেন্ডস’ সেটিংসে পোস্ট করা ছবি বা ভিডিও দেখতে পারছিলেন। কাউকে ব্লক করে করে রাখার ক্ষমতা থাকা আসলেই গুরুত্বপূর্ণ। ত্রুটির কারণে আমরা ক্ষমা প্রার্থনা করছি।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে মাত্র ৮৩ শতাংশ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে একজন করে ব্যক্তির আইডি আনলক হয়েছিলো।

ত্রুটিটি ফেইসবুক নিজেই শনাক্ত করেছিলো নাকি ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ত্রুটিটি শনাক্ত করা হয় তা জানা যায়নি।

Leave a Reply